গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা জাপা। এ উপলক্ষে শনিবার (১ জানুয়ারী) বিকেলে জেলার শ্রীপুর উপজেলা বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর উপজেলার ঐতিহাসিক রেলওয়ে ময়দানর পাশে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হলে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা জাতীয় পার্টির কার্যালয় হতে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা পর্যন্ত যেয়ে সেখান তা পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
দলীয় কার্যালয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর জাপার সদস্য সচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা জাপার সদস্য সচিব আলহাজ্ব কামরুজ্জামান মন্ডল, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কিবরিয়া, অধ্যাপক আব্দুল আজিজ, শ্রীপুর উপজেলা জাপার সদস্য সচিব অধ্যাপক সাইফুল ইসলাম, পৌর জাপার আহবায়ক চিশতী আলমগীর হোসেন, কাপাসিয়া উপজেলার জাপার সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল কবির, কালিয়াকৈর পৌর জাপার সাধারণ সম্পাদক রুস্তম আলী, গাজীপুর জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শিকদার, শ্রীপুর উপজেলা যুব সংহতির সদস্য সচিব রায়হান মোল্লা, রহিম শেখ, আপেল মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জাপার প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি হুসাইন মমোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতাকর্মীদের তা খাইয়ে দেওয়া হয়।
Leave a Reply