গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৪৫) মারা গেছে। রবিবার ২ জানুয়ারী বিকেল পৌনে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পারাপারের সময় একটি ড্রাম ট্রাক অজ্ঞাত ওই নারকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ দিকে ঘাতকটি ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply