1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন

গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীদের পাল্লা ভারি; ২টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

এস,এম ইসাহক আলী রাজু
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৩২ বার পঠিত

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি

নৌকা পেলেই পাশ! নাটোরের গুরুদাসপুরের সাধারণ মানুষের এমন ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। পঞ্চম ধাপে উপজেলার ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের পাল্লা ভারি দেখা গেছে। নির্বচেনে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে দুইজন এবং বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। নির্বাচনে একটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাঁকি ৫ টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট শুরু হয়ে কোন রকম বিরতি ছাড়া চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহন শেষে এরপর শুরু হয় গণনা।

উপজেলার ৬টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুন্দর সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ  একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য গুরুদাসপুর উপজেলার সাধারণ ভোটাররা নাটোর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের জন্য সকল সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন উপজেলা রির্টানিং কর্মকর্তা। উপজেলার ৬টি ইউনিয়নে বেসরকারী ভাবে নির্বাচিত চেয়ারম্যানরা  হলেন- ১নং নাজিরপুর ইউনিয়নে (ইভিএম) মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. আইয়ুব আলী,  এবং ব্যালট পেপারের মাধ্যমে ২নং বিয়াঘাট ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের মো. মিজানুর রহমান সুজা, ৩নং খুবজীপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মো. মনিরুল ইসলাম দোলন, ৪নং মশিন্দা ইউনিয়নে ঘোড়া প্রতীকে মো. আব্দুল বারী, ৫নং ধারাবারিষা ইউনিয়নে নৌকা নিয়ে মো. আব্দুল মতিন ও ৬নং চাপিলা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. মাহাবুবুর রহমান।

গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় পঞ্চম ধাপে গুরুদাসপুর উপজেলার ৬টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার বর্ডার গার্ডের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্যাট নিযোগ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..