রিয়া পাল তিথী
মনোহরদীতে স্কুল ছাত্রীদের ইভ- টিজিংয়ের অভিযোগে রিফাত (১৫) নামে এক ইজি বাইক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ জানুয়ারী) সকালে ইভ- টিজিংয়ের দায়ে তাকে এই জরিমানা করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম কাসেম।
ইভটিজার রিফাত পৌর এলাকার চন্দনবাড়ী চরপাড়ার সাইফুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ইজি বাইক চালক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার চন্দনবাড়ী গার্লস স্কুলের ৫ ছাত্রী স্কুলে যাবার সময় স্কুলের মোড়ে ওই ইজি বাইক চালক রিফাত কর্তৃক ইভটিজিংয়ের শিকার হয়। বেশ কিছুদিন ধরেই স্কুলে আসা যাওয়ার পথে ওই ছাত্রীদের সে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিলো। ইভটিজিংয়ের শিকার হওয়া নবম শ্রেণীর এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৫ হাজার টাকার অর্থ দন্ড প্রদান করেন।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম কাসেম এর সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply