1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন

উৎসব মুখর পরিবেশে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের মনোনয়ন পত্র দাখিল

জোনাকী টিভি বিনোদন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৬২০ বার পঠিত

আসছে ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিস)’র আর্টিস্ট ষ্টাডিরুমে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন।

সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীগণ আজ বুধবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ বিকালে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীরাও।
অপর প্যানেলে রয়েছেন সভাপতি পদে মিশা সওদাগর-সাধারণ সম্পাদক পদে জায়েদ খান সহ এ প্যানেলের অন্যান্য প্রার্থীগণ।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় ইলিয়াস কাঞ্চন ও নিপুণের সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, নানা শাহ, নিরব, ইমন, সাইমন সাদিক, কেয়া, শাহানূর, জেসমিন আক্তার, নৃত্য পরিচালক আরমান’সহ অন্যান্য শিল্পীবৃন্দ।

সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন মনোনয়নপত্র জমা দাখিল শেষে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি৷ আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে।’

সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বলেন, ‘মনোনয়ন জমা দিয়েছি। আশা করি সকল শিল্পীরা আমাদের প্যানেলের সঙ্গে থাকবে। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত’।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহিদুল হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।

আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..