1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন

চির নিদ্রায় শায়িত হলেন  নরসিংদীর  সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৪৮৭ বার পঠিত

মো: শাহাদাৎ হোসেন রাজু

নরসিংদীর সিনিয়র সাংবাদিক বিজয় টিভির জেলা প্রতিনিধি মো: নজরুল ইসলামের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর শহরের বানিয়াছলস্থ পৌর ঈদগাহ মাঠে এ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজের জানাজায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ শরীক হন।

এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে কথা বলেন মরহুমের শ্যালক আসাদুজ্জামান বাদল ও ছেলে ইমন।

নামাজের জানাজা শেষে গাবতলী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

এর আগে গত ১ জানুয়ারি সংবাদ সংগ্রহের কাজে বেলাব উপজেলার ভাটেরচর থেকে সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী ফেরার পথে এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকাস্থ আল- কারিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তার বয়স হয়ে ছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে তাকে নরসিংদী ও পরে ঢাকার সায়েদাবাদেস্থ আল-করিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১১ দিন পর তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় বসবাস করতেন এবং দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

জেলার এই সিনিয়র সাংবাদিকের মৃত্যূতে গোটা সাংবাদিক সমাজসহ, বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিকমহলে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..