1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে ১১টি ইউপিতে চেয়ারম্যানসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২৯ জন নির্বাচিত

আরিফুর রহমান স্বপন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৫১১ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপে  চেয়ারম্যান প্রার্থীসহ ১২৯  জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে আরো ১১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ৩ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। আর যাচাই-বাছাইয়ের নির্ধারিত তারিথ ছিলো ৬ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ধরা হয়েছিল ১৩ জানুয়ারি।  আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।

এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ শেষে মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্ব স্ব ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন।

অপরদিকে সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে একক প্রার্থী হওয়ায় আরো ১১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের  মধ্যে সাধারণ মেম্বার পদে ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পদে ৩০ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজির হোসেন মিয়া জানান, চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বাইশগাঁও ইউনিয়নে আলমগীর হোসেন, সরসপুর ইউনিয়নে আব্দুল মান্নান, হাসনাবাদ ইউনিয়নে কামাল হোসেন, ঝলম উত্তর ইউনিয়নে আব্দুল মজিদ খাঁন রাজু, ঝলম দক্ষিণ ইউনিয়নে আশিকুর রহমান হিরণ, মৈশাতুয়া ইউনিয়নে মফিজুর রহমান, লক্ষণপুর ইউনিয়নে মহিন উদ্দিন, খিলা ইউনিয়নে আল আমিন ভূঁইয়া, উত্তর হাওলা ইউনিয়নে আব্দুল হান্নান হিরণ, নাথেরপেটুয়া ইউনিয়নে আব্দুল মান্নান চৌধুরী এবং বিপুলাসার ইউনিয়নে ইকবাল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাধারণ মেম্বার পদে আরো ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিপুলাসার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে এবং মৈশাতুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও ঝলম উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে একাধিক প্রার্থী থাকায় ওই ওয়ার্ডগুলোতে  আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..