নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় দুই চাচাতো ভাই গুরুত্বর আহতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- কান্দাইল এলাকার খোকন মোল্লার ছেলে অনিক মোল্লা (২৪) ও ফজলুর মোল্লার ছেলে জয় মোল্লা। তারা সর্ম্পকে একে অপরের চাচাতো ভাই।
স্থানীয় ও আহতদের সাথে কথা বলে জানা যায়, অনিক মোল্লার শনিবার সকালে সৌদিআরবে যাওয়ার জন্য রাজধানীর বনানীতে এন্টারভিউ দেবার কথা ছিলো। শুক্রবার রাতে অনিক ও তার চাচাতো ভাই জয় এবং ফুফাতো ভাইকে নিয়ে নিজ বাড়ি থেকে রিক্সা যোগে কান্দাইল বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। কান্দাইল বাসস্ট্যান্ড যাওয়ার পথে তাদের ওপর ১৫/১৬ জন সন্ত্রাসী লোহার রড, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়। হামলায় অনিক ও জয় গুরুত্বর আহত হয়। এসময় সন্ত্রাসীরা অনিকের সাথে থাকা বিদেশ যাওয়ার এক লাখ ৭০হাজার এবং তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। অসুস্থ্য থাকায় এখনও পযর্ন্ত কোন মামলা করা হয়নি। তবে পরিবারের সাথে আলোচনা করে মামলা করবেন বলে জানান আহতরা।
আহত অনিক মোল্লা বলেন, আমি সৌদিআরব যাওয়ার জন্য শনিবার সকালে বনানীতে ইন্টারভিউ দেওয়ার কথা ছিলো। কিন্তু আমি যেতে পারেনি। শুক্রবার রাতে ঢাকা যেতে চেয়েও যেতে পারেনি, যাওয়ার আগেই একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে আঘাত করে আমার মাথায় মারাত্বক ভাবে আহত করে এবং একটি হাত ভেঙ্গে ফেলে। হামলাকারীরা আমার সাথে থাকা বিদেশে যাওযার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি তাদের বিচার দাবী করছি।
আহত জয় মোল্লা বলেন, অনিক বিদেশে যাওয়ার জন্য যে টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন সন্ত্রাসীরা তা ছিনিয়ে নিয়ে গেছে। তার প্রতিবাদ করতে গিয়ে আমি মারাত্বক ভাবে আহত হয়েছি। আমি সন্ত্রাসীদের কঠিন বিচার দাবী করছি।
আমদিয়া ইউপির (১,২ও ৩নং) ওয়ার্ডের মহিলা মেম্বার পারভীন আক্তার বলেন, অনিক ও জয় মোল্লা আমার আপন ভাতিজা। এলাকার কিছু নামদারী সন্ত্রাসী জেনে শুনে এরকম কান্ড ঘটিয়েছে। আমি সন্ত্রাসীদের কঠিন বিচার দাবী করছি।
Leave a Reply