1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

গুরুদাসপুরে শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শুরু; সামাজিক দুরত্ব উপেক্ষিত 

এস,এম ইসাহক আলী রাজু
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪৩৬ বার পঠিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ১২ থেকে ১৮ বছরের মাদ্রাসা ও স্কুল শিার্থীদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে টিকাদানে হিমশিমে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এসময় শিক্ষার্থীদের মধ্যে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।
সবাই  গা ঘেষেঁ লাইনে দাঁড়ানোর ফলে উপেখিত হয়েছে সামাজিক দূরত্ব। আর এ কারণে  করোনা সংক্রমনে আশংকা করছে অনেকে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (১৯ জানুয়ারী)  সরেজমিনে উপস্থিত হয়ে দেখা  যায়, ছেলে ও মেয়ের দুইটি লাইনেই উপচে পড়া ভিড়। অধিকাংশ  শিক্ষার্থীদের মুখে মাস্ক নেই। সেই সাথে একে অপরে গা ঘেষেঁ দাঁড়ানো ফলে উপেক্ষিত  হয়েছে সামাজিক দুরত্ব।
টিকা নিতে আসা শিক্ষার্থীদের বহন করা ইজিবাইক ও অটোভ্যানগুলো রাস্তার পাশে  দাঁড়ানো থাকায়  সেই সাথে শিক্ষার্থীদের লাইন দীর্ঘ হয়ে রাস্তায় যাওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়। এতে রাস্তায় সাধারন মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।
গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মাদ্রাসা ও স্কুল পর্যায়ের মোট ১৭ হাজার ৫ শ’  শিক্ষার্থীদের  টিকা  দেওয়ার ল্যমাত্রা ধরা হয়েছে। সরকারি নিদের্শনা আসার পর গত ৮ জানুয়ারী থেকে চলছে এই টিকাদান কার্যক্রম। গত বুধবার পযর্ন্ত ১৩ হাজার ৪ শত’৬১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ছাত্র ৬ হাজার ৯শ’ ৯৮ জন ও ছাত্রী ৬ হাজার ৪ শ’ ৬৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, ১৩ হাজার ৪ শ’ ৬১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার মজুত শেষ হওয়ায় বাকী শিক্ষার্থীদের দুই এক দিনের মধ্যেই টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.মোজাহিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা আসা মাত্রই শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিকে কোন সমস্যা ছিল না। বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসাথে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীদের মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্ঠা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..