নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদীতে গোয়ালঘরের অদূরে গর্ভবতী গাভী জবাই করে জবাইকৃত গরু গোস্ত চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গাভীর শরীরে গোস্ত চুরি করে নিয়ে গিয়ে গর্ভের বাছুরটিকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড়ে উঠেছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীর মাধবদী থানাধীন খোর্দনওপাড়া গ্রামে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হালিম তার গোয়াল ঘরের ভেতর ৪টি অস্ট্রেলিয়ান গাভী পালন করতেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার গাভীর খাবার খাইয়ে গোয়ালঘর তালাবদ্ধ করে রাখেন। কিন্তু গভীর রাতে একদল মানুষরুপী হায়না গোয়াল ঘর থেকে একটি গর্ভবতী গাভী পার্শ্ববর্তী মেশিন শূন্য শিল্প কারখানার সেডে নিয়ে জবাই করে মাংস চুরি করে নিয়ে যায়। এসময় গাভীর গর্ভের বাছুরটি মৃত অবস্থায় ফেলে রেখে যায় নিষ্ঠুর ওই চোরের দল। এ ঘটনায় এলাকার সকলেই বিস্ময় প্রকাশ করে এবং চোর চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম গতকাল বুধবার এ ব্যাপারে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
Leave a Reply