বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের নব-নির্বাচিত উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং ৫শ জনকে রক্তদান উপলক্ষে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদীর রায়পুরা উপজেলা সদরে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি পালন করা হয়।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের নব নির্বাচিত ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী ও ৩৭ বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি এম এ কাউছার আহামেদ ও সাধারণ সম্পাদক মো রিপন আহাম্মদ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি এম এ কাউছার আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী আবেদ টেক্সটাইল মিলস লিঃএর পরিচালক ও অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান মনির।
প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মো হুমায়ুন কবির।
এসময় বিশেষ অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বড় ভাই ও উপদেষ্টা মোঃ আতাউর রহমান, রায়পুরা থানার উপপরিদর্শক মো আবুল কালাম আজাদ, বিশিষ্ট কবি লেখক, কলামিস্ট আলহাজ্ব সৈয়দ আবদুল মালেক, সংগঠনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম (শফিক), রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খাঁন প্রমূখ।
Leave a Reply