জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৫ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।
যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছে এবং কলেজ কর্তৃক ফরম নিশ্চয়ন করা হয়েছে, সে সকল প্রার্থী দ্বিতীয় রিলিজ সিস্নপে আবেদন করতে পারবে।
বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus/Important Notice থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
Leave a Reply