মোঃ মুরাদ মিয়া, শেরপুর
হাজার হাজার মানুষের শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে শেষ বিদায় নিলেন শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সরকারী কলেজ মাঠে এবং বাদ যোহর চরশেরপুর সাতানিপাড়ায় পৃথক দুটি জানাজা উপস্থিত হাজার মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
শেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ সোমবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতাল এর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
মরহুমের প্রথম জানাযা মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ৷
জানাযায় উপস্থিত থেকে শেরপুর -১আসনের এমপি ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আতিউর রহমান আতিক বলেন, আলহাজ্ব অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ রাজনীতির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কাজে লিপ্ত ছিলেন৷
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন আলহাজ্ব তৌহিদুর রহমান ছিলেন আমাদের আদর্শ ৷ তিনি দলকে বিভিন্ন দিকনির্দেশনাসহ উপদেশমূলক পরামর্শের মাধ্যমে শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দলকে এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন ৷এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ৷
পরে মরহুমের দ্বিতীয় জানাজা তার জন্মস্থান চরশেরপুর সাতানিপাড়ায় বাদ যোহর অনুষ্ঠিত হয় ৷ এসময় মরহুমের জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় ৷ পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ৷
উল্লেখ্য যে মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ আত্মীয়-স্বজন রেখে যান ৷
Leave a Reply