নওগাঁ প্রতিনিধি
চতুর্থ ধাপের অনুষ্ঠিত নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ জেলা প্রসাশকের সন্মেলন কক্ষ ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ দুই পর্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে জেলা প্রসাশকের সন্মেলন কক্ষে আত্রাই উপজেলার হাটকালুপাড়া, কালিকাপুর, সাহাগোলা ও মনিয়ারী এই ৪টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগনকে শপথ বাক্য পাঠ করান নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএ।
শপথ অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায়, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম।
অপর দিকে বিকালে আত্রাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাঁচুপুর, আহসানগঞ্জ, ভোঁপাড়া ও বিশা এ ৪টি ইউপি’র ৪৮ জন নব নিবাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম।
এ সময় নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা রিটানিং অফিসার শেখ মোঃ আবুল কালম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রী পলাশ দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ মন্জুরুল ইসলাম মন্হ্জু, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, বিশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ তোফাজ্ঝল হোসেন তোফা, নব-নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম ফৌজদার, নব-নির্বাচিত ইউপি সদস্য বিউটি বেগম সহ অন্যান্যরা।
Leave a Reply