1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন

স্বামীর সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার স্ত্রী, ২ ধর্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৫ বার পঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে স্বামীকে মারধর করে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বখাটেরা হলো পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে রাজিব (৩০) ও চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রিফাত (২০)।

পুলিশ জানায়, শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পলাশের জনতা জুটমিলের এক কর্মচারী তার স্ত্রীকে নিয়ে ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনে ঘুরতে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই রেলস্টেশনের ভ্রাম্যমাণ দোকান থেকে তারা ঝালমুড়ি ক্রয় করেন। সেই ঝালমুড়ি খাওয়ার সময় টেঙ্গরপাড়ার রাজিব ও রিফাতসহ অজ্ঞাত আরও এক বখাটে স্বামী-স্ত্রী যাচাইয়ের লক্ষ্যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়।

পরে ওই নারীর স্বামীকে তারা মারধর করে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টানঘোড়াশাল স্টেশনের কাছাকাছি রেললাইনের ওপরে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় বখাটেরা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে স্বামী কোনো উপায় না পেয়ে মোবাইল ফোনে ৯৯৯ কল দেন। পরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িকে ঘটনার বিষয়টি জানানো হয়।

শুক্রবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম জানান, উপপরিদর্শক মাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বখাটে রাজিব ও রিফাতকে গ্রেফতার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) ইমায়েদুল জাহেদী বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। ধর্ষিতার মেডিকেল করার জন্য কার্যক্রম চলছে। যেহেতু এই ধর্ষণের ঘটনা রেলওয়ে স্টেশনে ঘটনা ঘটে সেজন্য মামলা রেলওয়ে থানায় হবে।

এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ইলিয়াসের সাথে যোগাযোগ করা হলে  তিনি জানান, পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছ। গ্রেফতারকৃতদের আমরা নরসিংদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..