নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাব প্রেসক্লাবে সভাপতি ও দৈনিক সমকালে বেলাব প্রতিনিধি সাংবাদিক শেখ আব্দুল জলিলকে জবাই করে হত্যার হুমকির অভিযোগ ওঠেছে অজ্ঞাত এক ব্যাক্তির বিরুদ্ধে । রবিবার ( ০৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বেলাব থানায় সাধারণ ডায়েরী করেন ওই সাংবাদিক। এর আগে, শনিবার দিবাগত রাত শোয়া একটার দিকে অপরিচিত একটি ফোন নাম্বার থেকে কল করে তাকে হুমকি দেওয়া হয়।
জানা যায় , রবিবার (৫ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে অপরিচিত এক নাম্বার থেকে সাংবাদিক শেখ আব্দুল জলিলের মোবাইল ফোনে কল আসে। কল রিসিভ করলেই পুরুষ কন্ঠস্বরে ভেসে আসে ‘ জামাত শিবিরের বিরুদ্ধে কোনো প্রকার সংবাদ লিখলে তোকে জবাই করা হবে । ‘ এরপরই ফোন কেটে দেয় ওই অজ্ঞাত ব্যাক্তি ।
ভুক্তভোগী সাংবাদিক শেখ আব্দুল জলিল বলেন, জামাত শিবির বা এই ধরনের কারও বিরুদ্ধে কখনো কোনো নিউজ করিনি আমি । তারা বলছে, জামাত শিবিরের বিরুদ্ধে কোনো নিউজ করলে আমাকে জবাই করবে। আমি জিজ্ঞাস করেছি, আপনি কে? ফের একই উত্তর এসেছে ওই ফোন থেকে, ‘ জমাত শিবিরের বিপক্ষে কোনো নিউজ যদি আপনি করেন, আপনাকে জবাই করা হবে । ‘ আমি আমার নিজের ও পরিবারের নিরাপত্তা চাই ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) উত্তম কুমার রায় বলেন , সাধারণ ডাইরির প্রেক্ষিতে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply