1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:২১ পূর্বাহ্ন

সুরসম্রাজ্ঞীর চির বিদায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৪ বার পঠিত

জোনাকী বিনোদন ডেস্ক

শিবাজি পার্কে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেনাসদস্যরা ভারতের পতাকায় মোড়া লতা মঙ্গেশকরের মৃতদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান। লতা মঙ্গেশকরের ভাইয়ের ছেলে আদিত্য মঙ্গেশকর তার মুখাগ্নি করেন।

অগণিত ভক্ত, অনুরাগীর ভিড়ে শিবাজি পার্ক  জনসমুদ্রে পরিনত হয়। ভক্ত-অনুরাগীদের অশ্রুতে ভারী হয়ে উঠে শিবাজি পার্কের পরিবেশ। শেষকৃত্য অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য মুম্বাই পুলিশ কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছিল পার্কের চারপাশ।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান। ভারতরত্ন লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকালেই তিনি মুম্বাই উড়ে যান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নিজ বাড়ি ‘প্রভুকুঞ্জ’ থেকে স্থানীয় সময় পৌনে ৬টার দিকে লতা মঙ্গেশকরের মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সবার প্রিয় লতা দিদি’র ‍মৃতদেহ সেখানে পৌঁছানোর আগে থেকেই এই কোকিলকোণ্ঠীর জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হয়।

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, রাজনীতিক, বলিউডের তারকারা একে একে শিবাজি পার্কে যান।

এসময় লতা মঙ্গেশকরের বোন ভারতের সংগীত জগতের আরেক কিংবদন্তি আশা ভোশলে, উষা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা শিবাজি পার্কে উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার, ড্রিম গার্ল হেমা মালিনী, বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, গায়িকা অনুরাধা পাড়োয়ালসহ আরো অনেকে প্রিয় লতাদি’র মৃতদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..