1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন

নরসিংদীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৫ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মিনা দাস (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে ।  বুধবার  (০৯ ফেব্রুয়ারি )  বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  এর আগে,  একই দিনে বিকেল সাড়ে তিনটার দিকে নরসিংদী পৌর এলাকার বীরপুরে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে ।

নিহত মিনা দাস (৬০) নরসিংদী পৌর শহরের বীরপুর এলাকার অমর দাসের স্ত্রী ।  নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের দেবর সমর দাস ।

স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার আত্মীয়ের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন মিনা দাস। পৌর শহরের বীরপুর এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার  সময়   আরশিনগর থেকে ছেড়ে আসা রায়পুরাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে তাকে ধাক্কা দেয় ।  এসময় পায়ে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় মিনা দাস নামে ওই নারী ।  পরে,  তাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

এদিকে, দূর্ঘটনা ঘটার পর নরসিংদী- রায়পুরা আঞ্চলিক সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী । এক ঘন্টারও অধিক সময় তারা রাস্তা অবরোধ করে রাখে ।  এসময় যান চলাচল বন্ধ থাকে । পরে, নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

নিহতের দেবর সমর দাস বলেন,  ঢাকায় নেওয়ার পথে নারায়নগঞ্জের গাউছিয়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ইসিজি করালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই আমরা ।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  সাওগাতুল আলম জানান,  মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানিনা আমি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..