গাজী মামুন, লালমাই (কুমিল্লা) থেকে:
কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল শাহিন ও কুমিল্লা জেলা গ্র্যাজুয়েট’স এসোসিয়েশন এর আর্থিক সহযোগিতায় আরিফুল ইসলাম নামে এক ভূমিহীন ও হতদরিদ্র মেধাবী ছাত্রের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ হয়েছে।
জানা যায়, আরিফুল ইসলাম লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের উত্তড্ড্যা গ্রামের দরিদ্র কৃষক মনোহর আলীর সন্তান। শত কষ্টের মাঝেও সে পড়াশোনা চালিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও আর্থিক দুর্বলতার কারণে সে স্বপ্ন ভাঙ্গার পথে ছিল। এমন পরিস্থিতিতে খবর পেয়ে দরিদ্র মেধাবী ছাত্রটির পাশে দাঁড়ালেন লালমাই উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল শাহিন ও কুমিল্লা জেলা গ্র্যাজুয়েট’স এসোসিয়েশন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল শাহিন বলেন, আরিফ আমার এলাকার ছেলে। সে গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে সদ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি প্রথমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পলাশ কে জানালে পলাশ আমাকে বিষয়টি অবহিত করে। পরে আমার এবং কুমিল্লা জেলা গ্র্যাজুয়েট’স এসোসিয়েশনের যৌথ অর্থায়নে আমরা তার ভর্তি নিশ্চিত করি। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা, শান্তি ও প্রগতির দীক্ষায় দীক্ষিত। তাই আমি মূলত নিজ দায়িত্বের জায়গা থেকেই তার পাশে দাঁড়িয়েছি।
সদ্য ভর্তিপ্রাপ্ত ছাত্র আরিফুল ইসলাম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু হয়েও আর্থিক অনটনের কারণে আমার পরিবার ভর্তি খরচ চালাতে পারছিল না। এমতাবস্থায় কুবি ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পলাশ ভাইয়ের মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে আমার পাশে দাঁড়ালেন লালমাই উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল শাহিন ভাই ও কুমিল্লা জেলা গ্র্যাজুয়েট’স এসোসিয়েশন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
Leave a Reply