1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় হোসেন শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার সাটিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন শাহ নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া মহল্লার কাদের মুনসির ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।

স্থানীয় জানা যায়, সোমবার দুপুর বারোটার দিকে হোসেন শাহ সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যূ হয়।

শাকিল মিয়া নামে স্থানীয় একজন জানান, মোটরসাইকেলটি গতি বেপরোয়া ছিল।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঘটনার পর পর বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..