বিনা আক্তার, নিজস্ব প্রতিবেদক:
পহেলা ফাল্গুন ১৪২৮ উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করেছে নরসিংদীর রায়পুরার বাঁশরী শিল্পকলা একাডেমি।
সোমবার বিকালে রায়পুরা সরকারী কলেজ মাঠে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় বাঁশরী শিল্পকলা একাডেমির বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী, শিক্ষকগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বসন্ত উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁশরী শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি লেখক ও রায়পুরা সরকারী কলেজের প্রভাষক শামীমা আক্তার শিমু।
তুলাতলী মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক সাদিয়া পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সহ-সভাপতি রফিকুল হক রফিক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাত প্রায় ১০ পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply