1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন

নরসিংদীতে পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রম শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ের কর্মরত সদস্যদের বডি ওর্ন ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলাখানা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

এসময় নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ও ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পরবিহন নেতৃবৃন্দ ও গনমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ১ম পর্যায়ে ৭টি থানায় ৭টি এবং  ট্রাফিক বিভাগে ৮টি বডি ওর্ন ক্যামেরা সরবারহ করা হয়েছে।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারী করা হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ। একজন পুলিশ সদস্য কখন, কোথায় আছেন এবং কী দায়িত্ব পালন করছেন- সেটা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরদারি করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..