নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে অলিউল্লাহ নামে এক ইউপি সদস্যকে কুপিয়েছে গুরুতর আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারী ) সকালে সদর উপজেলার নজরপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে অলিউল্লাহকে ইউনিয়নের নবীপুর বালুয়াঘাট বাজারস্থ বিল্লালের পানের দোকানের সামনে অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করা হয়। তিনি বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইউপি সদস্য অলিউল্লাহ নবীপুর গ্রামের মৃত আম্বার আলী সরকারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চুল কাটানোর জন্য ইউপি সদস্য অলিউল্লাহ নবীপুর বালুয়াঘাট বাজারে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা ওই এলাকার মৃত অহিদ সরকারের ছেলে সন্ত্রাসী শরীফ সরকার মৃত অহিদ সরকারের ছেলে চাঁন মিয়া সরকার, ভুটো, চাঁন মিয়া সরকারের ছেলে আরিফ সরকার, শাহনি সরকার, সিদ্দিক সরকার ও অহিদ সরকারের ছেলে আফজাল সরকার অতর্কিত হামলা চালিয়ে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে অলিউল্লাহ রক্তাক্ত জখম হয়।
এসময় অলিউল্লাহ ডাকচিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে শুক্রবার সকালে নজরপুর বিট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নজরপুর ইউপি চেয়ারম্যান মো: সাইফুল হক স্বপন বলেন, ‘পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ তাকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ঘটনার সাথে যারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা দাবী জানাচ্ছি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় দুইজনকে পুলিশ আটক করা হয়েছে। অন্যদেরকে আটকে পুলিশি অভিযান চলমান রয়েছে।
Leave a Reply