বিশেষ প্রতিবেদক
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন ‘বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলন’। সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রভাতে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রী কলেজ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন সভাপতি মাহবুব সৈয়দ, অধ্যক্ষ মোঃমুজিবুর রহমান, প্রভাষক-খাজা মোহাম্মদ আব্দুল্লাহ, পলাশ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস.এম.মান্নান, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সৈয়দ জয়নাল হোসেন, প্রভাষক মোঃআলমগীর হোসেন, প্রধান শিক্ষক-আবু সাইদ মিয়া প্রমুখ
শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে ‘বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলন’সংগঠনের নেতৃবৃন্দ ৫২’র ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করে ঠাই দাঁড়িয়ে থাকেন।
Leave a Reply