একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৭মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মেলা, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা মাচ) সকাল দশ টায় ওই সব অনুষ্ঠান উদযাপন প্রস্তুতি মূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী অফিসার, জনপ্রতিনিধি, সুশিল সমাজ, ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ অংশ গ্রহন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুরুল আলম মঞ্জু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply