বিনা আক্তার, স্টাফ রিপোর্টার (নরসিংদী):
ঐতিহাসিক ৭মার্চ দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষন বিষয়ে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেন নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।
পূর্ব নির্ধারিত কর্মসূচী মোতাবেক সূর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষনের উপর আলোক চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, ভাষনের বিষয়ে আলোচনা সভা, বাদ যোহর জাতির পিতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্তে প্রধান অতিথি ছিলের সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ প্রমূখ।
Leave a Reply