রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
“টেঁকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই মার্চ) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যাচলিটি বের হয়ে আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলের উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
এ সময় উপজেলা মহিলা কর্মকর্তা মোছা. ফাতেমা আক্তার, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, রায়পুরা থানার ওসি (অপারেশন) আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, মহিলা কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো. আমির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply