জোনাকী ডেক্স রির্পোট
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকার আগারগাঁও পরিসংখ্যান ভবনের আনসার ও ভিডিপি ক্যাম্পের প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান ভূঁইয়া সহ ক্যাম্পের অন্য সদস্যরা।
বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ভিডিপি ক্যাম্পের প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, বাংলার মহানায়ক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জাতীর মুক্তি পথে এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি ছিল।এই ভাষণ বাঙালির হাজার বছরের সংগ্রামের ধারা ও স্বাধীনতার লালিত স্বপ্ন থেকে উৎসারিত হয়েছে। স্বাধীনতার চেতনার মৌলিক ভিত্তিই এই ভাষণ। ভাষণে বঞ্চনা অবসানের বাঙালির বিজয়ের কথা বলেছেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুই বাঙালির অবিসংবাদিত নেতা।
তিনি আরো বলেন, ইউনেস্কোর থেকে ১৯৭১ সালের ৭ই মার্চে দেয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুক্তি বলতে সব বঞ্চনা, বৈষম্য, শোষণ, সংকীর্ণতা, কুপমণ্ডুকতা, চেতনার দীনতা থেকে মুক্তি বুঝিয়েছিলেন বঙ্গবন্ধু।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন।
Leave a Reply