নিজস্ব প্রতিবেদক
এবার সারাদেশের সাধারণ মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দিতে সরকার বিশেষ ক্যাম্পেইন করবে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে প্রায় ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৫০ লাখ।
যাদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে, ছয় মাস পরেই তাদের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারিতে দেশে গণটিকা কার্যক্রমের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এতে একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দিয়েছে সরকার। এতে প্রথম দিন টিকাদান কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় থাকায় গণটিকাদান কর্মসূচি আরও দুদিন বাড়ানো হয়। চলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এটা বিরাট ব্যাপার।
জাহিদ মালেক বলেন, এই কার্যক্রমের আওতায় তিন দিনে প্রায় দুই কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
Leave a Reply