1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন

নরসিংদীতে পুলিশের উদ্যোগে মানব পাচার রোধে নাগরিক সচেতনতা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় মানব পাচার রোধে নাগরিক সচেতনতা সভার আয়োজন করে রায়পুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার আমিরগঞ্জ পুলিশ ফাড়ি কার্যালয়ে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, বেলাব থানার অফিসার ইনচার্জ সাফায়েত উল্লাহ পলাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফারুক, রিয়াজ মোর্শেদ খান রাসেল, হাজী নাসির উদ্দিন, হাজী সেলিম, মাসুদ ফরাজী, বশির উদ্দিন সরকার রিপন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেছেন, দালালদের খপ্পরে পড়ে নয়, বিদেশ যেতে হবে বৈধ পথে। অবৈধ পথে মানবপাচারকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। গ্রামের সাধারণ মানুষদের বোকা বানিয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে দালাল চক্র বিদেশে পাঠায়। অবৈধ পথে বিদেশ পাঠাতে গিয়ে অনেকের সলিল সমাধি হয় জঙ্গলে কিংবা সমুদ্রে। এই প্রথাটা বন্ধ হওয়া উচিত। যুগে যুগে দালালরা যেই ফাঁদ পেতে আছে সেটার বিরুদ্ধে সকলের সচেতন হতে হবে। পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসী হেল্প ডেস্ক খোলা হয়েছে। বিদেশ যেতে সহায়তা প্রয়োজন হলে পুলিশ সর্বোচ্চ সহায়তা করবে।

এসময় সাগরে নিখোঁজ পরিবারের সাথে আলোচনা করেন পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি লিবিয়া থেকে ট্রলারে করে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ২৮ বাংলাদেশী ভূমধ্যসাগরে নিখোঁজ হন। এর মধ্যে ১৫ জনই নরসিংদীর। ১৫ জনের বেশিরভাগই রায়পুরা উপজেলার। অন্যদিকে অবৈধ পথে মানব পাচারের অভিযোগে মূল দালাল তারেক মোল্লা এবং মামুন মোল্লা সহ আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..