ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার :
এপেক্স ক্লাব অব রায়পুরা ইউ সি রায়পুরা- নরসিংদী এর ৫ম বোর্ড মিটিং ও ৮ম ডিনার মিটিং সম্পন্ন হলো রায়পুরা ক্রাউন কফি ক্যাফেতে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ মিটিং এ সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো সুলতান খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান মো কবির আহমেদ এর পক্ষে ডিস্ট্রিক্ট সেক্রেটারি ০১ এপেক্সিয়ান ইন্জি. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি ০২ ও ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান এএসএম নাফিস খান রোহান, এপেক্স ক্লাব অব রায়পুরা ইউ সি এর সেক্রেটারিএন্ড ডি এনই এপেক্সিয়ান মো মেহেদী হাসান, এপেক্স ক্লাব অব টিউলিপ ইউ সি এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাজি মেহেরুন্নাহার লাভলী সহ টিউলিপ এর সকল সদস্যবৃন্দ এপেক্স ক্লাব অব রায়পুরা ইউ সি এর সকল সদস্যবৃন্দ।
Leave a Reply