রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শলুয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর এর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রশিদ, কেন্দ্রীয় সদস্য ইসান আহমেদ, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম।
চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রায়হানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।
কর্মী সম্মেলনে বক্তারা বলেন, মাটি ও মানুষের নেতা বাঙালীর জাতির প্রাণের স্পন্দন পল্লী বন্ধু এরশাদ বলেছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কিন্তু বর্তমানে দেশের যেই পরিস্থিতি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ যার দায় বর্তমান আওয়ামী সরকারকে নিতে হবে।
এসময় বক্তারা আরো বলেন মানুষ যেভাবে দলে দলে জাতীয় পার্টিকে সমর্থন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ট আসন লাভ করবে। সেজন্য সমস্ত নেতাকর্মীদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।
জাতীয় পার্টি শলুয়া ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মিনারুল ইসলাম, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ইব্রাহীম খলিল, জাতীয় পার্টি চারঘাট ইউনিয় শাখার আহ্বায়ক ওহিদুর ইসলাম, শলুয়া ইউনিয়ন শাখার সভাপতি ইমরান আলী, সাধারণ সম্পাদক একরামুল হক, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী’সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply