নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৫৫) ও আরিফ হোসেন (২৪) নামে বাবা-ছেলে নিহত হয়েছেন।
আজ রবিবার (১০ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় ওই দুর্ঘটনার শিকার হন বাবা-ছেলে। বিকেলে হঠাৎ করেই বৃষ্টি আসা শুরু করলে বাড়ি ফিরার সময় আরিফ তার বাবাসহ চাকলাহাট থেকে নতুনবন্দর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ নিহত হয়। গুরুতর অবস্থায় আরিফের বাবা আব্দুল আজিজকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই মারা যান তিনি। একসাথে একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তাদের বাড়িতে এবং বড়বাড়ি এলাকায়।
পুলিশ জানায়, তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়। সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা।
Leave a Reply