নাটোরের গুরুদাসপুরে পুকুরে মাছ মারতে গিয়ে প্রতিপক্ষ মোঃ শরিফুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে যখম করেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দেবত্তর গরিলা গ্রামে। এ ঘটনায় আহত যুবকের পক্ষে বাদী হয়ে গুরুদাসপুর থানায় প্রতিপক্ষের ৮জনের নামে মামলা দায়ের করেছেন কৃষক গোলাম মোস্তফা।
অপর পক্ষে তার চাচাতো ভাই রমজান আলী বাদি হয়ে একই থানায় বেশ কয়েক জনের নাম উল্লেখ করে পাল্টা মামলা করেছেন,কৃষক গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, দেবত্তরগড়িলা গ্রামে তার ছোট ভাই মহিদুল ইসলামের নামীয় নিজস্ব পুকুরে মাছ চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করেন তিনি। পুকুরের মাছ শিকার করার জন্য জেলেদের নিয়ে পুকুরে মাছ ধরার কার্যক্রম শুরু করা হয়। পূর্ব শ্রত্রুতার জেরে একই এলাকার রমজান আলী, ফারুক হোসেন, ফিরোজ, খোরশেদসহ ১৫-১৬ জন ব্যক্তি হাতে ধারালো হাসুয়া, লোহার পাইপ, চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার পুকুরে মাছ ধরতে আসা জেলে শরিফুল ইসলামকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত করে তারা ঘরের মধ্যে বন্দী করে রাখে।
পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আহত শরিফুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে মারপিটের অভিযোগ অস্বিকার করে রমজান আলী বলেন, তারা দীর্ঘদিন যাবৎ ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। তাদের চাষ করা পুকুরে প্রতিপক্ষ গোলাম মোস্তফা বিভিন্ন জায়গা থেকে লোকজন ভাড়া করে নিয়ে আসে পুকুরে মাছ ধরতে। মাছ ধরতে তাদের নিষেধ করায় তারা আক্রমনের শিকার হন। তাদের লোকজন হট্টগোলের সময় চিনতে না পেরে নিজেরাই আহত হয়েছেন। এব্যাপারে আমাদের লোকজনও আহত হওয়াতে আমি নিজে বাদি হয়ে আমার চাচাতো ভাই গোলাম মোস্তফাসহ বেশ কয়েকজনের নামে মামলা করেছি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, মূলত জমিজমা বাটোয়ারা না থাকায় এসমস্যা টা হয়েছে। এ ব্যাপারে দু পক্ষ থেকেই অভিযোগ পেয়েছেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে।
Leave a Reply