নরসিংদীর মনোহরদীতে তিন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এদের কাছ থেকে উদ্ধার করা হয় গাঁজাও ইয়াবা সেবন করার সরঞ্জাম।
মঙ্গলবার (১২ এপ্রিল ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর গ্রামের আঃ মান্নানের ছেলে জাহাঙ্গীর (৩০) ও একই এলাকার সুলতান উদ্দীনের ছেলে মজিবুর রহমান (২৮) ও আঃ হাই (৬৩)। এর মধ্যে জাহাঙ্গীরকে দশ দিনের জেল ও ৫শত টাকা অর্থদণ্ড ও মজিবুর রহমান ও আঃ হাইকে সাত দিন করে জেল ও ৫ শত টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর নদীর পার জাহাঙ্গীরের ফার্মে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সেবন করার সরঞ্জামসহ তাদের গ্রেফতারর করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মোঃ ফরিদ উদ্দিনের উপস্থিতিতে মাদক সেবনকারী জাহাঙ্গীরকে দশ দিনের জেল ৫ শত টাকা অর্থদন্ড ও মজিবুর রহমান ও আঃ হাইকে সাত দিন করে জেল ও ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply