নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ পালন করা হয়েছে।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি শোযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে র্যা লিতে বাঙগালীর চিরায়িতে ঐতিহ্য কৃষ্টি কালচার তুলে ধরা হয়।
পরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহম্মাদ অনিক ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল, সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক মোল্যা, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক কামাল উদ্দিন টগর, বিয়াম ল্যাবরেটরি ম্কুল এন্ড কলেজ আত্রাই, সহকারী শিক্ষক মোঃ জুয়েল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকসহ অন্যান্যরা।
এ ছাড়াও চিত্রাঙ্গন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply