রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরায় বাংলা নববর্ষ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে র্যা লিতে বাঙগালীর চিরায়িতে ঐতিহ্য কৃষ্টি কালচার তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগার হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ প্রমূখ।
এ ছাড়াও চিত্রাঙ্গন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply