পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে হেরিটেজ রিসোর্ট,মাধবদীতে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, আলেম, সুশীল সমাজের স্বনামধন্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম (ঢাকা রেঞ্জ),নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী সদরের এম,পি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল অবঃ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, শিবপুরের এম,পি জহিরুল হক মোহন, পলাশের এম,পি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী এম,পি তামান্না নুসরাত বুবলী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ তুষারসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, আলেম, সুশীল সমাজের স্বনামধন্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার ৭ শতাধিক সদস্য উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করে।
ইফতারের পূরবো দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে বাহারি ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
Leave a Reply