1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

লালমাইয়ে প্রবাসীর বসতঘর ভস্মীভূত

গাজী মামুন, লালমাই (কুমিল্লা):
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২০৫ বার পঠিত

কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ হাজাতিয়া গ্রামের আবুল হাসেমের বাড়িতে সৌদি প্রবাসী কবির হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে সব পুড়ে ছাঁই।

স্থানীয়রা জানায়, আগুন লাগার খবরে আমরা দ্রুত ঘুম থেকে উঠে দেখি কবিরের ঘরে আগুন জ্বলছে। কাছাকাছি পর্যায়ে কোনো পুকুর বা কুয়া না থাকায় দূর থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনি। এরই মধ্যে ৯৯৯ এ কল করে আগুনের বিষয়টি জানালে সদর দক্ষিণ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।

ভূক্তভোগী প্রবাসী কবির হোসেনের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। দুই ছেলে এক মেয়ে নিয়ে আমাদের একটিই থাকার ঘর। একটি রান্নাঘর সহ সেটিই পুড়ে ছাঁই গেল। কীভাবে আগুন লেগেছে তা ঠিক বলতে পারি না। তবে নগদ অর্থ সহ ৬ লক্ষ টাকার ক্ষতিতে আমরা এখন নিঃস্ব।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান কবির ক্ষতিগ্রস্ত পরিবার’কে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহর উপর ভরসা রাখুন আর ধৈর্য্য ধারণ করুন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..