পঞ্চগড়ের আটোয়ারীতে মুক্তিযোদ্ধা পরিষদের সহযোগী সংগঠন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান কারী জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কালীন সময়ে সাহায্য কারী সহযোগীদের নিয়ে আটোয়ারী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) আটোয়ারী গোয়ালদদিঘী তাদের স্থায়ী কার্যালয়ে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
কমিটিতে বাবু কল্যাণ কুমার ঘোষ’কে সভাপতি এবং শরিফউদ্দিন’কে সাধারণ সম্পাদক করে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় বাবু কল্লান কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, তেতুলিয়া উপজেলার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান সহ ৭১ সালে মুক্তিযোদ্ধাদের সাহায্য কারী বিভিন্ন সহযোগী মুক্তিযোদ্ধাগন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “কোন দেশের সরকার যেমন একা একা কোন কার্যক্রম পরিচালনা করতে পারেনা, দরকার সহযোগী নেতৃবৃন্দ ঠিক তেমনি ভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কালীন সময়ে তাদের বিভিন্ন দিক দিয়ে সাহায্য কারী সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছিলেন অসংখ্য মানুষ। বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের প্রতিমাসে একটা নির্দিষ্ট ভাতা প্রদান করে থাকেন। তাই মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের সহযোগী মুক্তিযোদ্ধাদেরও একটা নির্দিষ্ট ভাতা চালু করার দাবী জানান তিনি।
Leave a Reply