স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার দুই সহস্র্রাধিক অসহায় ও দুস্থ্যকে শাড়ী-লুঙ্গী প্রদান এবং চার সহস্রাধিক মানুষকে নিজ খরচে ইফতার করালেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য রিয়াদ আহমেদ সরকার।
তিনি উপজেলার দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বও পালন করছেন।
দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিয়াদ আহমেদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, মরজাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা প্রমূখ।
Leave a Reply