1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

নরসিংদীতে ঝড়ো হাওয়ায় ঈদগাহের মেহরাবের দেয়াল ধসে নিহত ১, আহত ১০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৮৭ বার পঠিত

মনিরুজ্জামান, নরসিংদী:

নরসিংদীতে ঝড়োহাওয়ায় ঈদগাহের মেহরাবের দেয়াল ধসে জালাল মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩মে) পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের গণেরগাঁও শাহী ঈদগাহ মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া মাধবদীর নগরবানিয়াদী গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, গণেরগাঁও শাহী ঈদগা মাঠে সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ে ঈদের জামাত শুরু হয়। নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটছুটি শুরু করে। কিছু সংখ্যক মুসল্লি ঈদগাহ মাঠের মেহেরাবের দেয়ালের পাশে অবস্থান নেয়। হঠাৎ মেহেরাবের দেয়াল ধসে জালাল মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত জালাল মিয়ার অবস্থা গুরুতর হওযায় দায়িত্বরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। ঢামেক হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে গোলজার(৫০), মাহফুজ(৫৫), আঃ লতিফ ভূইয়া(৯০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

নিহত জালাল মিয়ার জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ আসর গণেরগাঁও শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে গণেরগাঁও শাহী ঈদগাহ গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..