1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : Monir monir : Monir monir
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:০১ অপরাহ্ন

শ্রীপুরে রেল লাইনের ওপর লোহার খুঁটি, ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৭৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনের দক্ষিন পাশে চলন্ত ট্রাক থেকে বড় আকারের লোহার খুঁটি রেল লাইনের ওপর পড়ে যায়। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় শ্রীপুর-গোসিংগা সড়কের রেল গেইটে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ স্টেশনে এবং ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর স্টেশনের দক্ষিন পাশে আটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন দুটি আটকা পরায় দূর্ভোগে পড়েছে শতশত যাত্রী। এছাড়া শ্রীপুর-গোসিংগা সড়কে বড় ধরনের কোন যানবাহন চলাচল করতে পারছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকার একটি স্টীল বিল্ডিং তৈরী কারখানা থেকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে অপর একটি নির্মানাধীন কারখানায় লোহার তৈরী বড় খুঁটি নিয়ে একটি ট্রাক দ্রত গতিতে যাচ্ছিল। অতিরিক্ত মাল ভর্তি ট্রাকটি শ্রীপুর রেল লাইন পাড় হওয়ার সময় হঠাৎ ওই ট্রাক থেকে লোহার ৮টি বড় আকারের খুঁটি পড়ে যায়। ট্রাক চালক লোহার খুঁটিগুলো রেখেই ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে চলে যায়। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল এবং শ্রীপুর-গোসিংগা সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, ট্রাক থেকে রেল লাইনের ওপর লোহার খুঁটি পড়ায় জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে পুরোপুরি রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে। এতে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস কাওরাইদ রেল স্টেশন ও ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউটার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এছাড়াও স্থানীয় ভাবে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশপাশ থেকে ভারী বস্তু তোলার কোন যন্ত্র এনে দ্রুতই লোহার খুঁটি লাইনের উপর থেকে সরিয়ে নেয়া হবে।
রাত দশটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..