শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন- রংপুর নগরীর কোটারপাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী আরেফা বেগম (৮৫) এবং রেলওয়ে স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৯০)।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এম এ হামিদ জানান, নিহত দুই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হন তারা। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। দগ্ধ আরও ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন।
Leave a Reply