রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে ষ্টেশনে ঢাকা-চট্রগ্রাম-ঢাকা গামী আন্ত:নগর ট্রেন চট্রলা এক্সপ্রেস ও শ্রীনিধী ষ্টেশনে আখাউড়া-ঢাকা তিতাস কমিউটার ট্রেনের যাত্রা বিরতীর উদ্বোধন করা হয়েছে।
রায়পুরা উপজেলারবাসীর দীর্ঘদিনের দাবীর প্রতিফলন হিসেবে শুক্রবার একই দিনে একই উপজেলার পৃথক দুটি ষ্টেশনে পৃথক দুটি ট্রেনের যাত্রা বিতরতী উদ্বোধন করা হয়।
এসময় শত শত মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন এবং ঢাক ঢোল বাজিয়ে আনন্দে মেতে উঠেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়রে সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক আব্দুল আজিজ ভুইয়া, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বূর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া প্রমূখ।
Leave a Reply