মোঃ বাদল মিয়া বেলাব( নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলার অনলাইন ভিত্তিক সুনামধন্য সামাজিক সংগঠন “চলো গড়ি বেলাব” আয়োজিত উপজেলার ৮ টি ইউনিয়ন কে নিয়ে গড়া ” সি জি পি প্রিমিয়ার লীগ-২২” ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বেলাব সরকারি হোসেন আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ৷ শনিবার (১৯ নভেম্বর) সি জি পি প্রিমিয়ার লীগ-২২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন, বেলাব উপজেলা পরিষদের সন্মানিত প্যানেল চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা ৷
“চলো গড়ি বেলাব” প্রতিষ্ঠাতা তানবীর এর সভাপতিত্বে এবং আকিব আল হাসান (বিন্নাবাইদ )ও সজীব আহম্মেদ মনোহরদী পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন আহম্মেদ (সহ সভাপতি বেলাব প্রেসক্লাব) মোঃ দিদার হোসেন পিন্টু (সাবেক সাঃ সঃ বেলাব প্রেস ক্লাব) , জাবেদুল হক সুজন (সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ড) , তারিকুল ইসলাম কিশোর ( সাবেক অধিনায়ক, বিজিবি ক্রিকেট একাদশ অধিনায়ক), আবুল কালাম আজাদ ( সাবেক চেয়ারম্যান আমলাব ইউনিয়ন) , সাইফুল ইসলাম (সাং,সঃ বেলাব উপজেলা আঃলীগ ) সহ এডমিন প্যানেল’র সন্মানিত সদস্য, আতিক খোকন, তুষার রাব্বি, আব্দুর রহমান(বাংলা), নুর মোহাম্মদ অভি, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, গাজী শাখের ইসলাম রাসেল, সুজান আলী, ইমন আহম্মেদ, এম কে সুমন, রিফাত, সানজিদূল ইসলাম রাজিব, শরিফুল ইসলাম, রশীদ খান, শুভ আহম্মেদ,মোঃ ইলিয়াস, আশরাফুল নেওয়াজ, সজল খান, আল মাশরাফি, আহম্মেদ মাসুদ প্রমুখ।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে আমলাবো রয়েল ব্রাদার্স স্পোটিং নির্ধারিত ১৫ ওভারে ১২৭/৯ রান করে জবাব দিতে নেমে সল্লাবাদ ইউনিয়ন সুপার কিং ৫ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় ৷ খেলা শেষে আমলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান ভূঁইয়া। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলেন দেন।
Leave a Reply