আবু সাইদ, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের ওই সমাবেশে
অংশনেন উপজেলার হাজার হাজার কৃষক। সমাবেশে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৪০০ কৃষককে বিনা মূল্যে সার- বীজ প্রদান
করা হয়।
জানা যায়, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনাবাদী পতিত জমি চাষের আওতায় এনে উৎপাদন বৃদ্ধির কর্মসূচী নেয়া হয়। রবি মৌসুমে বোর ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষক সমাবেশের আয়োজন করে ৪ হাজর ৪০০ কৃষককে বিনা মূল্যে সার-বীজ প্রদান করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার-বীজ বিতরণ করেন গাজীপুর-৩
আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলাপরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট
মোঃ হারুনুর রশিদ ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম মূয়ীদুল হাসান, পেনেল মেয়র মোঃ আমজাদ হোসেন, পৌর কাউন্সিলর মোঃ হাবিবুল্লা প্রমুখ। সমাবেশে উপজেলার ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৪ হাজার ৪০০ কৃষককে বিনা মূল্যে এক বিঘা চাষের উপযোগী উপসী ও হাইব্রিট জাতের ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিনা মূল্যে বিতরণ করা হয়। সমাবেশে হাজার হাজার কৃষক অংশ গ্রহন করেন।
Leave a Reply