নিজস্ব প্রতিবেদকঃ
জোনাকী মিডিয়া এন্ড কমিউনিকেশন লিঃ কর্তৃক পরিচালিত “ জোনাকী টেলিভিশন ” এর উদ্যোগে ৩ য় বার্ষিক ইসলামী সম্মেলন শনিবার নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তুলাতলী বাজারে অনুষ্ঠিত হয় । পৌর কাউন্সিলর মো . আহসান উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়ার মো . জামাল মোল্লা , সম্মেলনের উদ্বোধক ছিলেন অহিদুজ্জামান ন্যাশনাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান অহিদ , প্রধান পৃষ্টপোষক ছিলেন গোপীনাথপুর পলাশতলী আদর্শ দাখিল মাদসারা সুপার মাওলানা আলী হোসেন , পৃষ্টপোষক ছিলেন পিরিজকান্দি লক্ষীপুর হাসম খান সিনিয়র মাদরাসার প্রভাষক কাজী শফিক উল্লাহ নীরু , এপেক্স ক্লাব অব রায়পুরার প্রেসিডেন্ট তান খান । ইসলামী সম্মেলনে বয়ান পেশ করেন মাওলানা ক্বারী মজিবুর রহমান হাকিমী , হাফেজ ক্বারী মাওলানা হাফিজুর রহমান তাহমিদী , মাওলানা মোখতার হোসাইন রায়পুরী , মাওলানা মো . আব্দুর রহমান খান সহ ওলামায়েকেরামগণ ।
Leave a Reply