ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার, নরসিংদী:
“দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই স্লোগান কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল অদুদ মিয়া, সহ-সভাপতি হারুন অর রশিদ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আরিফুর রহমান, শামীমা আক্তার শিমু, মুরাদ ভুইঁয় প্রমূখ।
Leave a Reply