স্প্যানিশ কোপা দেল রের ম্যাচে জারাগোজাকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এতে সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচে অপরাজিত জিনেদিন জিদানের দল।
শেষ ষোলোর লড়াইয়ে জারাগোজাকে তাদেরই মাটিতে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল। গোল করেন ভারানে, ভাসকেজ, ভিনিসিউস ও বেনজেমা। প্রথমার্ধেই ২-০তে লিড পায় রিয়াল। বিরতির পর আরও দুটি গোল হজম করে জারাগোজা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সার্জিও রামোসরা। ৬ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল ভারানে। এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো হাতছাড়া করে জিদান শিষ্যরা। তবে ৩২ মিনিটে ক্রুসের পাস পেয়েই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও রিয়ালের আক্রমণে কোণঠাসায় ছিল জারাগোজা। এতে ৭২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় রিয়াল। হামেস রদ্রিগেজের থ্রু পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। এর সাত মিনিট পর লস ব্লাঙ্কোসদের হয়ে চতুর্থ গোলটি করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। এবিএন
Leave a Reply